Logo
Logo
×

আন্তর্জাতিক

অ্যাটক কারাগারে সুযোগ-সুবিধা নিয়ে ‘সন্তুষ্ট’ ইমরান খান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৯:০০ পিএম

অ্যাটক কারাগারে সুযোগ-সুবিধা নিয়ে ‘সন্তুষ্ট’ ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান অ্যাটক জেলা কারাগারে তাকে দেয়া সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। রোববার পাঞ্জাবের আইজি প্রিজন মিয়া ফারুক নাজির তাকে দেখতে গেলে তিনি এ কথা জানান।

পাঞ্জাব পুলিশের কর্মকর্তা রোববার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, যিনি তোশাখানা (উপহার ভান্ডার) মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে অ্যাটক জেলে তিন বছরের কারাদণ্ড ভোগ করেছিলেন এবং সেখানে তাকে দেওয়া সুযোগ-সুবিধা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। কারা কর্মকর্তাদের মতে, আইজি প্রিজন তার গোপনীয়তা নিশ্চিত করতে পিটিআই চেয়ারম্যানের ব্যারাকে স্থাপিত ক্যামেরাগুলোর অবস্থান পর্যালোচনা করেছেন।

জেলের কর্মকর্তারা জানিয়েছেন যে, পিটিআই প্রধানকে জেল আইন অনুযায়ী একটি বিছানা, বালিশ, গদি, চেয়ার এবং এয়ার-কুলার দেওয়া হয়েছে। তারা আরও যোগ করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রীকে একটি ফ্যান, প্রার্থনা কক্ষ, ইংরেজি অনুবাদ সহ পবিত্র কুরআন, বই, সংবাদপত্র, থার্মাস, খেজুর, মধু, টিস্যু পেপার এবং সুগন্ধিও দেওয়া হয়েছে।

ইমরানের ওয়াশরুমে একটি ওয়েস্টার্ন টয়লেট সিট, ওয়াশ বেসিন, সাবান, এয়ার ফ্রেশনার তোয়ালে এবং টিস্যু পেপারেরও ব্যবস্থা করা হয়েছে। 

কর্মকর্তারা বলছে যে, পিটিআই চেয়ারম্যানকে চিকিৎসা সুবিধা প্রদানের জন্য পাঁচজন ডাক্তার নিয়োগ করা হয়েছে - তাদের প্রত্যেকেই আট ঘন্টা ডিউটিতে উপস্থিত ছিলেন।

আইজি কারাগারের অনুমোদন নিয়ে পিটিআই প্রধানকে বিশেষ খাবারও দেওয়া হয়। ডাক্তার দ্বারা পরীক্ষা করার পর একটি বিশেষ দল তাকে খাবার পরিবেশন করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম