অস্ট্রেলিয়ায় মার্কিন বিমান বিধ্বস্ত, তিন মেরিন সেনা নিহত
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৯:১০ পিএম
![অস্ট্রেলিয়ায় মার্কিন বিমান বিধ্বস্ত, তিন মেরিন সেনা নিহত](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/08/27/image-711469-1693149018.jpg)
অস্ট্রেলিয়ায় একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে তিন মেরিন সেনা নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ২০ জন। খবর বিবিসির।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) জানায়, রোববার (২৭ আগস্ট) ডারউইন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মেলভিল দ্বীপের কাছে অসপ্রে ভি-২২ মডেলের সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। এতে তিন মেরিন সেনা নিহত হয়েছেন। এছাড়াও আহত ২০ সেনার মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের সামরিক বাহিনীর সমন্বয়ে বার্ষিক প্রিডেটর রান মহড়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে। বিমানটিতে মার্কিন মেরিন সদস্যরা ছিলেন।
স্থানীয় পুলিশ কমিশনার মাইকেল মারফি বলেন, ‘পাঁচ মেরিন সদস্যকে চিকিৎসার জন্য ডারউইনে ফেরত পাঠানো হয়েছে এবং বাকিদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘আহতদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।’