Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রেসিডেন্টের পদত্যাগ চায় পিএমএল-এন, পিপিপি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০১:৪২ এএম

প্রেসিডেন্টের পদত্যাগ চায় পিএমএল-এন, পিপিপি

ফাইল ছবি

দুটি বিলে সই করতে অস্বীকৃতি জানানোর পর পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির পদত্যাগ দাবি করেছে দেশটির দুই শরিকদল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)  ও  পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

তবে প্রেসিডেন্টর কাছ থেকে বিল দুটি ১০ দিনের মধ্যে ফেরত না পাওয়ায় তা আইনে পরিণত হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির তত্ত্বাবধায়ক আইনমন্ত্রী।

সোমবার এক টুইটে প্রেসিডেন্ট আরিফ আলভি জানান, প্রস্তাবিত ‘আইন দুটির সঙ্গে একমত না হওয়ায়’ তিনি বিল দুটিতে সই করেননি। এর পরপরই তাকে পদত্যাগের আহ্বান জানায় দুল দুটি।

‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’ এবং ‘পাকিস্তান আর্মি অ্যাক্ট’ নামে পরিচিত বিল দুটিতে সই না করলেও সেগুলো যথাযথ প্রক্রিয়ায় ফেরত না দেওয়া নিয়ে সৃষ্ট পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট আরিফ আলভি বলেন, তিনি তার স্টাফকে তা ফেরত দিতে বলেছিলেন। কিন্তু তা করা হয়নি। জিও নিউজ।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম