Logo
Logo
×

আন্তর্জাতিক

ইমরান খানকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছে কিনা, সন্দেহ পিটিআইয়ের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০৪:০৫ পিএম

ইমরান খানকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছে কিনা, সন্দেহ পিটিআইয়ের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে  ‘স্লো পয়জনিং’ করা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কোর কমিটি।  ইমরান খানের জন্য অবিলম্বে বাড়িতে তৈরি খাবার এবং পানি সরবরাহের দাবি জানিয়েছে তারা।

দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর চলতি মাসের শুরুতে ইমরান খানকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়, যা তাকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেয়।

জিয়ো নিউজ জানিয়েছে, পিটিআইয়ের কোর কমিটির বৈঠকে খাবারে ধীর গতিতে বিষক্রিয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও ইমরান খানকে বাড়ি থেকে খাবার ও পানি গ্রহণের অনুমতি দিতে ‘অত্যধিক বিলম্বের’ তীব্র নিন্দা করা হয়েছে।

পিটিআই নেতারা দলের চেয়ারম্যানের জামিন আবেদনের শুনানিতে ‘অন্যায্য বিলম্বের’ও তীব্র নিন্দা জানিয়েছেন।  

এর আগে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) পিটিআই প্রধান ইমরান খানকে তার বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার জন্য অ্যাটক জেল প্রশাসনকে নির্দেশ দিয়েছে। খানকে উন্নত চিকিৎসা সুবিধা দেওয়ার নির্দেশও দেয় আইএইচসি। 

শনিবার এ নির্দেশনাটি দেওয়া হয় বলে ডন জানিয়েছে।

আদালত আরও জানায়, সাবেক প্রধানমন্ত্রীকে নামাজের জন্য জায়নামাজ ও পবিত্র কোরআনের ইংরেজি সংস্করণও দেওয়া হতে পারে। সেই সঙ্গে তার স্বাস্থ্য ও সুস্থতার জন্য উপযুক্ত চিকিৎসা সুবিধা প্রদান করা হবে। 

পাকিস্তান প্রিজন রুলসের (পিপিআর) ৯২ ধারা অনুসারে, ‘প্রত্যেক দোষী সাব্যস্ত বন্দীকে তার আপিল প্রস্তুত করার উদ্দেশ্যে আত্মীয়, বন্ধু ও আইনী উপদেষ্টাদের সাক্ষাৎকার নেওয়ার যুক্তিসঙ্গত সুযোগ দেওয়া হবে।’ 

আদেশে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীকে পিপিআর-এর অধীনে তার এনটাইটেলমেন্ট অনুযায়ী সুবিধা প্রদান করা হবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম