Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের ১৩টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০২:৫৯ পিএম

ইউক্রেনের ১৩টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ছবি; সংগৃহীত

মস্কোর অভিমুখে এগিয়ে আসা দুইটিসহ ১৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী।

বৃহস্পতিবার রাশিয়ার সামরিক বাহিনী এ দাবি করে। খবর আলজাজিরার।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোনগুলো মস্কো ও ক্রিমিয়া উপদ্বীপের সিভাস্তোপোল এলাকায় দিকে ধেয়ে আসছিল। বৃহস্পতিবার রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে দুটি ড্রোন মস্কো অভিমুখে উড়ে আসছিল। আর বাকি ১১টি ড্রোন সিভাস্তোপোলের কাছে ধ্বংস করা হয়েছে। 
এদের মধ্যে দুটি ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। আর বাকি ৯টি বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় এবং লক্ষ্যে পৌঁছানোর আগেই কৃষ্ণসাগরে আছড়ে পড়ে। 

তবে এ বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম