Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার কৃষ্ণসাগরে রাশিয়াকে আক্রমণের হুমকি জেলেনস্কির

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ০৫:৪৫ পিএম

এবার কৃষ্ণসাগরে রাশিয়াকে আক্রমণের হুমকি জেলেনস্কির

কৃষ্ণসাগরে শস্যভর্তি জাহাজ আফ্রিকা ও ইউরোপে পাঠানো নিয়ে আবারও বিবাদে জড়াচ্ছে রাশিয়া-ইউক্রেন।  

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া কৃষ্ণসাগরের এলাকা জোর করে দখল করে আছে। এটা তাদের সীমার বাইরে। তারা এখান দিয়ে ইউক্রেনের জাহাজ যেতে দিচ্ছে না। উল্টো তারা ইউক্রেনের বন্দরগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা করছে।

তিনি জানিয়েছেন, এবার ইউক্রেনও কৃষ্ণসাগরএলাকায় পাল্টা আক্রমণে যাবে। রাশিয়ার জাহাজগুলোকে লক্ষ্য করে আক্রমণ করবে। তার দাবি, এই পাল্টা আক্রমণের অধিকার ইউক্রেনের আছে।

রাশিয়া জানিয়েছে, তারা আফ্রিকার ছয়টি দেশে বিনা পয়সায় খাদ্যশস্য পাঠাতে চায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন জানিয়েছেন, রাশিয়ার এই প্রস্তাব হাস্যকর। কারণ, তারা ৫০ হাজার টন খাদ্যশস্য দিতে চেয়েছে। আর ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভ গরিব ও মাঝারি আয়ের দেশগুলোকে দুই কোটি টন খাদ্যশস্য পাঠিয়েছিল।

ব্লিংকেনের বক্তব্য, দেশগুলোর যা চাহিদা, তারা যা পাচ্ছিল, তার তুলনায় রাশিয়া সামান্য খাদ্যশস্য দিতে চাইছে।

অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এবার তাদের গমের উৎপাদন ৪০ শতাংশ কম হবে।

সূত্র: ডয়চে ভেলে 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম