Logo
Logo
×

আন্তর্জাতিক

নাইজারে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পশ্চিম আফ্রিকার জোট

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ১০:৩০ পিএম

নাইজারে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পশ্চিম আফ্রিকার জোট

নাইজারে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা সমর্থনপুষ্ট পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট দ্য ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকা (ইকোওয়াস)। এর আগে মার্কিন নিষেধাজ্ঞা ও ক্ষমতা হস্তান্তরে ইকোওয়াস’র সাত দিনের আলটিমেটামও আমলে না নেওয়ায় দেশটিতে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা চূড়ান্ত করেছে আফ্রিকার ১৬ দেশের জোট। নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে গত ২৬ জুলাই এক অভ্যুত্থানের মাধ্যমে পদচ্যুত করেন দেশটির একদল সেনাসদস্য। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নাইজারে কবে, কখন, কোথায় এবং কীভাবে সেনা মোতায়েন করা হবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করছেন তারা। ইকোওয়াসের রাজনীতিবিষয়ক কমিশনার আবদেল-ফাতাউ মুসাহ বলেছেন, ইকোওয়াস যেখানে যখন অভিযান চালাবে, সেখানে তারা অভ্যুত্থানকারীদের কোনো ছাড় দেবেন না। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইকোওয়াসের সদস্য দেশগুলোর রাষ্ট্র বা সরকারপ্রধানরা। নাইজেরিয়ার রাজধানী আবুজায় ইকোওয়াসের তিন দিনের বৈঠক শেষে মুসাহ বলেন, ‘কোন পরিস্থিতিতে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপে যেতে হতে পারে, এখানে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় রসদসহ আমরা কীভাবে এবং কখন বাহিনী মোতায়েন করতে যাচ্ছি, সে বিষয়েও আলোচনা হয়েছে।’ 

ইকোওয়াস এরই মধ্যে নাইজারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জোটটি নাইজারে অভ্যুত্থানকারীদের আলটিমেটাম দিয়ে বলেছে, রোববারের মধ্যে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতা ফিরিয়ে না দিলে তারা শক্তি প্রয়োগের অনুমোদন দেবে। এর আগে ইকোওয়াস নাইজারে গত বৃহস্পতিবার একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল একটি ‘সৌহার্দ্যপূর্ণ সমাধানের’ বার্তা দিয়ে। তবে সফরকারীরা জানিয়েছেন, সামরিক প্রতিনিধিদের সঙ্গে নাইজারের একটি বিমানবন্দরে অনুষ্ঠিত বৈঠক কোনো সাফল্য বয়ে আনেনি। এ বিষয়ে মুসাহ বলেন, ‘আমরা চেয়েছিলাম কূটনৈতিক উপায়ে বিষয়টি শেষ হোক এবং যা কিছু ঘটে গেছে তা আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমরা তাদের সব ধরনের সুযোগ দিতে চাই।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম