যে কারণে রানি এলিজাবেথের মৃত্যুবার্ষিকীতে থাকছে না কোনো আয়োজন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০৪:২০ পিএম
ফাইল ছবি
আগামী ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকী। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো আয়োজন না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ওই দিন ঘরোয়াভাবেও কোনো জমায়েত থাকবে না।
শুক্রবার ব্রিটিশ রাজপরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, রাজা তৃতীয় চার্লস অত্যন্ত নিভৃতে দিনটি কাটাবেন।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হন ৭৪ বছর বয়সি চার্লস। ৯৬ বছর বয়সি রানির মৃত্যুতে যুক্তরাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল। রানির অন্ত্যেষ্টিক্রিয়ার দিনে হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।
ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির শেষকৃত্য সম্পন্নের পর ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সেনারা রানির কফিন বহন করে উইন্ডসর ক্যাসলে নিয়ে যাচ্ছেন। এ সময় রাজা তৃতীয় চার্লসসহ রাজপরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন। গতকাল যুক্তরাজ্যের লন্ডনে।
তবে বাকিংহাম প্যালেসের মুখপাত্র বলেছেন, রানির প্রথম মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো আয়োজন থাকবে না। রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলা নীরবে-নিভৃতে দিনটি পার করবেন।
এ ক্ষেত্রে চার্লস আদতে তার মায়েরই পদাঙ্ক অনুসরণ করছেন। রানি তৃতীয় এলিজাবেথও তার বাবার মৃত্যুবার্ষিকী নীরবে পালন করতেন।