Logo
Logo
×

আন্তর্জাতিক

লিফটে ৩ দিন আটকে ছিলেন এক নারী, অতঃপর... 

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ১০:২৩ এএম

লিফটে ৩ দিন আটকে ছিলেন এক নারী, অতঃপর... 

লিফটে তিন দিন আটকে ছিলেন ৩২ বছর বয়সি এক নারী। পরে সেখানেই তিনি মারা যান। ওলগা লিওন্টিভা নামের ওই নারী পেশায় ডাকঘর কর্মী ছিলেন। উজবেকিস্তানের তাসখন্দে গত সপ্তাহে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

জানা গেছে, ২৪ জুলাই কাজ শেষে তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাকে নিখোঁজ হিসেবে ঘোষণা করেন। তিনি একটি বহুতল ভবনের ৯ তলায় লিফটে আটকা পড়েন। লিফটের ভেতরে তিনি চিৎকার করলেও কেউ তা শুনতে পায়নি এবং তাই উদ্ধারের জন্য এগিয়ে আসেনি। তিন দিন পর লিফটের ভেতর থেকে তার মৃতদেহের সন্ধান মেলে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর। 

আঞ্চলিক ইলেকট্রিসিটি নেটওয়ার্ক জানিয়েছে, ঘটনার দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়নি। দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয় করতে সময় লাগবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে এ জন্য গুরুত্বসহকারে তদন্ত করা হবে।  
তবে ওই ভবনে বসবাসকারীরা জানিয়েছেন, লিফটে ত্রুটির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম