Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ায় আবার যুদ্ধ ফিরে আসছে: জেলেনস্কি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০২:২৯ পিএম

রাশিয়ায় আবার যুদ্ধ ফিরে আসছে: জেলেনস্কি

ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়ায় আবার যুদ্ধ ফিরে আসছে। রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলার পর তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন।

রোববারের ওই হামলায় মস্কোর দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সোমবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী মস্কোতে ড্রোন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুশিয়ারি দিয়েছেন, রাশিয়ায় আবার যুদ্ধ ফিরে আসছে। জেলেনস্কি বলেন, দুই দেশের মধ্যে যুদ্ধের সময় রাশিয়ার ভূখণ্ডে হামলা হওয়াটা ‘অনিবার্য, স্বাভাবিক এবং একেবারে ন্যায্য প্রক্রিয়া’।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে মস্কো শহরের উপকণ্ঠে একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়। অন্য দুটি ড্রোনকে ‘ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের মাধ্যমে দমন করা হয়’ এবং সেগুলো একটি অফিস কমপ্লেক্সে ভেঙে পড়ে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

ড্রোন হামলার ঘটনার পর মস্কোর একটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ড্রোন হামলার ঘটনার পর রাজধানী মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরের ‘প্রস্থান এবং আগমন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় ফ্লাইটগুলোকে অন্যান্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। অবশ্য এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বিমানবন্দরটির কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ ছাড়া রোববার ভোররাতের এই ড্রোন হামলার জন্য কিয়েভকে দায়ী করেছে মস্কো।

এ পরিস্থিতিতে রোববার পশ্চিম ইউক্রেনীয় শহর ইভানো-ফ্রাঙ্কিভস্ক থেকে ভিডিও ভাষণ দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে তিনি বলেন, ইউক্রেন আরও শক্তিশালী হয়ে উঠছে।

তার ভাষায়, ‘আজ তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযান’-এর ৫২২তম দিন, যা মাত্র কয়েক সপ্তাহ স্থায়ী হবে বলে মনে করেছিল রাশিয়ান নেতৃত্ব। ধীরে ধীরে, যুদ্ধ রাশিয়ার ভূখণ্ডে ফিরে আসছে। রুশ সামরিক ঘাঁটিতেও যুদ্ধ ফিরছে এবং এটি অনিবার্য, স্বাভাবিক এবং একেবারে ন্যায্য একটি প্রক্রিয়া।’

উল্লেখ্য, ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৫০০ কিমি (৩১০ মাইল) দূরে অবস্থিত রাশিয়ার রাজধানী মস্কো এবং এর আশপাশের শহরতলি চলতি বছর বেশ কয়েক দফায় ড্রোন হামলা শিকার হয়েছে। যদিও যুদ্ধ শুরুর পর থেকে মস্কো ও আশপাশের এলাকা খুব কমই ইউক্রেনীয় হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম