Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভারতীয়দের গ্রিন কার্ডের আবেদন বাছাইয়ে লাগবে ১৯৫ বছর!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ১১:৩০ এএম

যুক্তরাষ্ট্রে ভারতীয়দের গ্রিন কার্ডের আবেদন বাছাইয়ে লাগবে ১৯৫ বছর!

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড। ছবি: সংগৃহীত

মার্কিন নাগরিকত্ব পেতে প্রয়োজন গ্রিন কার্ড। আর তার জন্য মার্কিন সরকারের কাছে ভারতীয়দের যে পরিমাণ আবেদন জমা পড়েছে, তা খতিয়ে দেখতে সময় লাগবে প্রায় ১৯৫ বছর! অবশ্য এ সমস্যা দ্রুত সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে অনুরোধ জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। 

রোববার এনডিটিভিসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার জন্য প্রচুর ভারতীয় আবেদন জানিয়েছেন। যে পরিমাণ আবেদনপত্র জমা পড়েছে তা বিবেচনা করে দেখতে প্রায় ২০০ বছর সময় লেগে যাবে। এই আশঙ্কায় প্রেসিডেন্ট বাইডেনের কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে চাকরিসূত্রে প্রচুর ভারতীয়র বাস। দীর্ঘদিন তারা অপেক্ষা করছেন নাগরিকত্ব লাভের জন্য। তাদের সমস্যার সমাধান করতেই উদ্যোগী হয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্যরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম