রাশিয়ার সাইবার নিরাপত্তা প্রধানের ১৪ বছরের জেল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০৪:৫৪ পিএম
বিদেশি গুপ্তচরের কাছে গোপনীয় তথ্য প্রদানের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় দোষী প্রমাণিত হয়েছেন রাশিয়ার শীর্ষ সাইবার নিরাপত্তা নির্বাহী কর্মকর্তা ইলিয়া সাচকভকের। বুধবার এ মামলায় তার ১৪ বছরের জেল হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়, বিচারক আলেকজান্ডার রাইবাক বলেছেন, আদালত রাশিয়ার ফৌজদারি বিধির ২৭৫ ধারায় ইলিয়া সাচকভকে দোষী সাব্যস্ত করেছে। তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত সপ্তাহে প্রসিকিউটররা সাচকভকে ১৮ বছর কারাদণ্ডের জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু সাচকভক দোষী সাব্যস্ত হওয়ার পর এক বিবৃতিতে বলেছেন, তার আইনি দল আপিল করবে। পাশাপাশি এ মামলায় তিনি পুতিনের হস্তক্ষেপ চাইবেন।