এবার টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল রাশিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০২:৫৭ পিএম
দোঝদ টেলিভিশনের সদরদপ্তর ছিল রাশিয়ায়। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চ্যানেলটি রাশিয়া থেকে দপ্তর গুটিয়ে প্রতিবেশী দেশ লাটভিয়ায় গিয়ে কাজ করতে শুরু করে। পরে নেদারল্যান্ডসে দপ্তর খোলে সংস্থাটি। চ্যানেলটিকে আগেই কালো তালিকাভুক্ত করে রুশ প্রশাসন।
মঙ্গলবার এ চ্যানেলটিকে অপ্রয়োজনীয় এবং অনর্থক বলে জানিয়েছে রাশিয়ার আদালত। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, এই চ্যানেলটিকে কেউ অর্থ সাহায্য করলে অথবা চ্যানেলটিতে কোনো রাশিয়ার নাগরিক কাজ করলে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, অভিযোগ— চ্যানেলটি রাশিয়াবিরোধী প্রোপাগান্ডা ছাড়ায়। শুধু তাই নয়, চ্যানেলটি অন্যায় এবং অবাস্তব খবর প্রকাশ করছে বলেও রাশিয়ার প্রশাসন দাবি করেছে। বস্তুত এর কয়েক বছর আগে চ্যানেলটিকে কার্যত তুলে দেওয়ার ব্যবস্থা করে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চ্যানেলটি রাশিয়া ছেড়ে চলে যেতে বাধ্য হয়।
২০১৪ সালে দোঝদ টেলিভিশনকে প্রথম কালো তালিকাভুক্ত করে রাশিয়া। তাদের ব্রডকাস্টের অধিকার বাতিল করা হয়। ২০২১ সালে এই সংস্থাটিকে ফরেন এজেন্ট বলে চিহ্নিত করা হয়। কিন্তু এত কিছু সত্ত্বেও চ্যানেলটি কখনো সরাসির বন্ধ করেনি কর্তৃপক্ষ। ২০২২ সালে চ্যানেলটির আউটপুট ব্লক করে দেওয়া হয়। তার পরেই সংস্থাটি লাটভিয়ায় চলে যায়।