Logo
Logo
×

আন্তর্জাতিক

ফের হাসপাতালে ভর্তি নেতানিয়াহু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৯:০৫ এএম

ফের হাসপাতালে ভর্তি নেতানিয়াহু

এক সপ্তাহের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

দেশটির প্রধানমন্ত্রীর হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করতে বুকে একটি পেসমেকার বসানো হবে। পেসমেকারটি বসাতে একটি অস্ত্রোপচারের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর আলজাজিরা ও সিএনএন।

রোববার ভোরে এক ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমি খুব ভালো আছি। তবে আমাকে চিকিৎকদের কথাও শুনতে হয়।’

সাধারণত একজন রোগীর হৃৎস্পন্দন খুব ধীর হয়ে গেলে তাকে পেসমেকার দেওয়া হয়ে থাকে। পেসমেকার রোগীর হৃৎপিণ্ডে বৈদ্যুতিক স্পন্দন পাঠানোর মাধ্যমে তার হৃদস্পন্দনকে স্বাভাবিক ও নিয়মিত রাখে। ফলে হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে শরীরে রক্ত পাম্প করতে পারে।

ভিডিওবার্তা নেতানিয়াহু জানান, চিকিৎসকরা তাকে আশ্বস্ত করেছেন, তিনি রোববার বিকাল নাগাদ হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন।

গত কয়েক মাস ধরেই ইসরাইলের বিচার বিভাগের সংস্কার নিয়ে বিক্ষোভের মুখোমুখি রয়েছেন নেতানিয়াহু। চলমান এ বিক্ষোভের মধ্যে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের নির্যাতন নিয়েও আন্তর্জাতিক অসন্তোষের মধ্যে রয়েছেন নেতাহিয়াহু। এ ছাড়া তিন তিনটি দুর্নীতি মামলা ঝুলছে তার ঘাড়ে। এমন পরিস্থিতিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

এর আগে গত শনিবার অবকাশযাপনে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নেতানিয়াহু।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম