রাশিয়ার বিশাল অঞ্চল দেবে যাচ্ছে, বিশ্বের জন্য অশনিসংকেত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১২:২৪ পিএম
রাশিয়ার পূর্বাঞ্চলের বিশাল এলাকা দেবে যাচ্ছে। এটি বিশ্বের সবচেয়ে বড় পারমাফ্রস্ট গর্তের একটি। পৃথিবীরের উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে এটি গলে যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এমন হতে থাকলে এটি বিশ্বের জন্য অশনিসংকেত মনে করছেন তারা।
ওই এলাকার আশ্চর্যজকন ভিডিও ধারণ করা হয়েছে ড্রোনের মাধ্যমে। সেখানেই মাটি দেবে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। রাশিয়ার দূরপ্রাচ্যের এক কিলোমিটার দীর্ঘ ওই জায়গাটি বিশ্বের বৃহত্তম পারমাফ্রস্ট এলাকা। খবর রয়টার্সের।
ভিডিওতে দুজন অভিযাত্রীকে অসম ভূখণ্ডজুড়ে ঘোরাঘুরি করতে দেখা গেছে। এটি বিপদজনক এলাকা হিসেবে চিহ্নিত। ১৯৬০ এর দশকে আশপাশের বন পরিষ্কার হওয়ার পর এই পারমাফ্রস্ট ভূগর্ভস্থ এলাকা গলতে শুরু করে। যার ফলে মাটি দেবে যায়।
স্থানীয় বাসিন্দা এবং গর্ত অনুসন্ধানকারী এরেল স্ট্রুচকভ বলেন, আমরা স্থানীয়রা এটিকে 'গুহা-ইন' বলে থাকি। এটি ১৯৭০ এর দশকে বিকশিত হয়েছিল একটি উপত্যকা হিসাবে। তারপর তাপমাত্রার কারণে এটি গলতে শুরু করে এবং তা প্রসারিত হতে থাকে।
বিজ্ঞানীরা বলছেন, রাশিয়া বিশ্বের অন্যান্য অংশের তুলনায় কমপক্ষে ২.৫ গুণ দ্রুত উষ্ণ হচ্ছে। এটি দীর্ঘ-হিমায়িত টুন্ড্রাকে গলিয়ে দিচ্ছে, যা দেশটির ভূমির প্রায় ৬৫ শতাংশজুড়ে রয়েছে এবং গলিত মাটিতে সঞ্চিত গ্রিনহাউস গ্যাস নির্গত করছে।
রাশিয়ার সাখা প্রজাতন্ত্রের স্থানীয়রা এই এলাকাকে ভূগর্ভের প্রবেশদ্বার বলে থাকে। এর বৈজ্ঞানিক নাম হলো মেগা-স্লাম্প।
A gash that is nearly two-thirds of a mile long in Russia's Far East forms the world's largest permafrost crater, and as the planet warms, it is getting bigger and bigger https://t.co/2teksBQnc8 pic.twitter.com/Z1Nlvu9xVa
— Reuters (@Reuters) July 22, 2023
ইয়াকুটস্কের মেলনিকভ পারমাফ্রস্ট ইনস্টিটিউটের প্রধান গবেষক নিকিতা তানানায়েভ বলেছেন, যদিও এটি পর্যটকদের আকৃষ্ট করতে পারে। তবে এই এলাকা বিপদজনক।
তিনি বলেন, ভবিষ্যতে ক্রমবর্ধমান তাপমাত্রায় সব পারমাফ্রস্ট গলে না যাওয়া পর্যন্ত আমরা সেইসব মেগা-স্লাম্পগুলো আরও বেশি দেখতে পাব।
পারমাফ্রস্ট গলে যাওয়ার ফলে ইতোমধ্যেই উত্তর ও উত্তর-পূর্ব রাশিয়ার শহরগুলো হুমকির মুখে পড়েছে। অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে, বাড়ি ভেঙ্গে গেছে এবং পাইপলাইন প্রক্রিয়া ব্যাহত করেছে। ওই অঞ্চলে বিস্তীর্ণ দাবানল আরও তীব্র হয়ে উঠেছে, যা সমস্যাটি আরও বাড়িয়ে তুলেছে।
রাশিয়ার পূর্বাঞ্চলের বিশাল এলাকা দেবে যাচ্ছে। এটি বিশ্বের সবচেয়ে বড় পারমাফ্রস্ট গর্তের একটি। পৃথিবীরের উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে এটি গলে যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সাখার স্থানীয়রা গর্তের দ্রুত বৃদ্ধির কারণে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় একজন বলেন, গর্ত দুই বছর আগেও ২০-৩০ মিটার দূরে ছিল। এখন এটি অনেক কাছাকাছি চলে এসেছে।
তানানায়েভ বলেন, স্লাম্পের নিচের মাটিতে (কিছু এলাকায় প্রায় ১০০ মিটার বা ৩২৮ ফুট গভীর) প্রচুর পরিমাণে জৈব কার্বন রয়েছে, যা পারমাফ্রস্ট গলে যাওয়ার সাথে সাথে বায়ুমণ্ডলে বেরিয়ে আসে এবং উষ্ণতাকে আরও বাড়িয়ে দেয়।
পারমাফ্রস্ট কী?
পারমাফ্রস্ট হলো পৃথিবীর পৃষ্ঠের ওপর বা নিচে একটি স্থায়ী হিমায়িতস্তর। এটি মাটি, নুড়ি এবং বালি নিয়ে গঠিত। সাধারণত এগুলো বরফ দ্বারা একসঙ্গে আবদ্ধ থাকে।
কেন এটি বিপদজনক
পারমাফ্রস্ট এলাকায় মাটির নিচে বিভিন্ন ধরনের জীবাণু হিমায়িত অবস্থায় থাকে। যখন এটি গলতে শুরু করে তখন বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড এবং মিথেনের মতো গ্রিনহাউস গ্যাস নির্গত করে। এছাড়া নিচে বরফের মধ্যে থাকা প্রাচীন ভাইরাস ও ব্যাকটেরিয়া পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এটি মানুষ বা অন্য প্রাণীকে ভয়াবহ বিপদের মুখে ফেলতে পারে।