মার্কিন পপশিল্পী টনিকে নিয়ে হিলারি ক্লিনটনের আবেগঘন স্ট্যাটাস
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১০:৫৭ এএম
ফাইল ছবি
কিংবদন্তী মার্কিন পপশিল্পী টনি বেনেটকে নিয়ে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন টুইটারে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।শুক্রবার নিজস্ব টুইটার একাউন্টে এ স্ট্যাটাস দেন সাবেক তিনি।
এর আগে শুক্রবার সকালে ৯৬ বছর বয়সি কিংবদন্তি পপশিল্পী টনি বেনেট নিউইয়র্কে মারা যান।
টুইটবার্তায় হিলারি লেখেন— টনি বেনেট একজন সত্যিকারের মেধাবী, একজন সত্যিকারের ভদ্র মানুষ এবং একজন সত্যিকারের বন্ধু ছিলেন। আমরা তাকে মিস করব। তার সঙ্গে অনেক স্মৃতি রয়েছে, ধন্যবাদ টনি।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে ইতালির একটি অভিবাসী পরিবারে ১৯২৬ সালে টনির জন্ম। মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন তিনি। ১৯৫২ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম।
আট দশকে ২০টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন টনি। ১৯৬২ সালে মুক্তি পায় তার অন্যতম জনপ্রিয় গান ‘আই লেফট মাই হার্ট ইন সান ফ্রান্সেসকো’।
২০১৬ সাল থেকে আলঝেইমারে (স্মৃতিবিভ্রম জাতীয় রোগ) ভুগছিলেন টনি বেনেট।