পিয়ংইয়ংয়ের ২ ক্ষেপণাস্ত্রে কোরীয় উপদ্বীপে উত্তেজনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১০:২৩ এএম
উত্তর কোরিয়ার হোয়াসং-১৮ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছবি: নিউইয়র্ক পোস্ট
উত্তর কোরিয়া আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা বিধ্বস্ত হয়েছে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যকার সমুদ্রে। এ নিয়ে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, উত্তর কোরিয়ার প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এ তথ্য জানিয়েছেন। অবৈধভাবে একজন মার্কিন নাগরিক কোরীয় সীমান্ত অতিক্রমের পর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পিয়ংইয়ং।
সিউল জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভোরে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে উৎক্ষেপণ হয়। প্রায় ৫৫০ কিলোমিটার উড়ার পর ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রে আছড়ে পড়ে।
খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি কী ধরনের ছিল, বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে দক্ষিণ কোরিয়ার প্রশাসন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জাপান সরকার জানিয়েছে, তার অর্থনৈতিক অঞ্চলের বাইরে দুটি ক্ষেপণাস্ত্র পড়েছে।
পিয়ংইয়ং নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বাড়ল। যদিও উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের দেশটি ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে, যা নিয়ে অস্থিরতা লেগেই আছে অঞ্চলটিতে।
গত বুধবার ১২ জুলাই সকালে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালায় কিমের দেশ। এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া গত বছর থেকে এ পর্যন্ত শতাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে জাপান টাইমস। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় দেশটির ওপর নিষেধাজ্ঞা রয়েছে জাতিসংঘের।
এদিকে উত্তর কোরিয়াকে চাপে রাখতে প্রায় নিয়মিত ভিত্তিতে যৌথ মহড়া চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান।