পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে ৮ আগস্ট
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১২:৪৩ এএম
ফেডারেল সরকারের প্রধান দুটি স্টেকহোল্ডার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৮ আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দিতে সম্মত হয়েছে। মঙ্গলবার এ সম্মতির কথা জানানো হয়। জিও নিউজ।
সূত্রমতে, বিধানসভা ভেঙে দেওয়ার জন্য ৯ ও ১০ আগস্টের কথা আলোচনায় এলেও বাধা এড়াতে ৮ আগস্টের সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ আগস্ট মধ্যরাতে বর্তমান জাতীয় পরিষদের ৫ বছরের সাংবিধানিক মেয়াদ শেষ হবে। পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সংবিধানের ধারা ২২৪(২) অনুচ্ছেদ অনুসারে, বিধানসভা সাংবিধানিক মেয়াদের আগে ভেঙে দিলে ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন করতে বাধ্য।
জাতীয় পরিষদ ভেঙে গেলে ফেডারেল সরকারের একটি তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কয়েকদিনের জন্য প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন।