রুশ বরেণ্য সাংবাদিকের বিরুদ্ধে ইউক্রেনের হত্যাচেষ্টা রুখে দেওয়ার দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০৬:৪৮ পিএম
রুশ সাংবাদিক মার্গারিটা সিমোনিয়ানকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি
রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত গণমাধ্যম রাশিয়া টুডে'র (আরটি) প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ানকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আর তা রুখে দেওয়ার দাবি করেছে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি (ফেডারেল সিকিউরিটি সার্ভিস)।
এফএসবি জানিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জোরালো সমর্থক সিমোনিয়ান এবং শীর্ষস্থানীয় টেলিভিশন উপস্থাপক সেনিয়া সোবচাককে হত্যার জন্য কিয়েভ সিক্রেট সার্ভিস (এসবিইউ) একজন রাশিয়ান নব্য-নাৎসিকে অর্থ প্রদান করেছিল। খবর ডেইলি সাবাহর।
এ ঘটনায় ইতোমধ্যে একটি ভিডিও প্রকাশ করেছে আরটি। এতে দেখা যায়, টি-শার্ট পরা এক যুবক বলছেন, ইউক্রেনীয়রা তাকে এ হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দিয়েছে।
১৮ বছর বয়সি ওই ব্যক্তি পরিকল্পিত অপরাধের বর্ণনা দেন। এ সময় তার নাম ও জন্ম তারিখও জানান তিনি। বলেন, অস্ত্র হস্তান্তরের সময় নিরাপত্তাকর্মীরা তাকে গ্রেফতার করেন।
প্রসঙ্গত, রাশিয়ার সিক্রেট সার্ভিস প্রায়ই ইউক্রেনের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে নানা অভিযোগ করে থাকে। তবে তাদের সব অভিযোগের সত্যতা যাচাই করা কঠিন।