Logo
Logo
×

আন্তর্জাতিক

আলাস্কা উপদ্বীপে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০২:৩৯ পিএম

আলাস্কা উপদ্বীপে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা

আলাস্কা উপদ্বীপে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার ভোরে যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কতাবিষয়ক সংস্থার পক্ষ থেকে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্প অনুভূত হওয়া এলাকার কাছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর জন্য এ সতর্কতা দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম