Logo
Logo
×

আন্তর্জাতিক

আগ্নেয়গিরির তাপে পিৎজা তৈরি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০৩:০৮ এএম

আগ্নেয়গিরির তাপে পিৎজা তৈরি

এক নারী ট্রেতে প্রচুর সবজিসহ একটি পিৎজা নিয়ে আগ্নেয়গিরির কাছে উত্তপ্ত মাটিতে রাখছেন। কিছুক্ষণ পরই পিৎজাটি আলেকসান্দ্রা ব্লোজেত্ত নামের ওই নারীকে খেতে দেওয়া হয়। তাকে পিৎজাটি বেশ উচ্ছ্বাসের সঙ্গেই খেতে দেখা যায়। 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সম্প্রতি ভাইরাল হয়েছে ভিডিওটি। ঘটনাটি গুয়াতেমালার প্যাকায়া সক্রিয় আগ্নেয়গিরি এলাকার। 

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে আলেকসান্দ্রা লিখেছেন, অবশ্য শুধু এ জন্যই আমরা হয়তো এই ভ্রমণে যাইনি, তবে এটি বাড়তি আনন্দ যোগ করেছে। ইনস্টাগ্রামে আলেকসান্দ্রার অনুসারীদের একজন লিখেছেন, অসাধারণ অভিজ্ঞতা। 

সূত্র : এনডিটিভি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম