Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে ৪৫ বছরের রেকর্ড ভাঙল যমুনা নদীর পানির উচ্চতা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৯:১১ এএম

ভারতে ৪৫ বছরের রেকর্ড ভাঙল যমুনা নদীর পানির উচ্চতা

ভারতের দিল্লি অঙ্গরাজ্যে যমুনা নদীর পানির উচ্চতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ৪৫ বছরের রেকর্ড ভেঙে যমুনার পানি ২০৭ দশমিক ৫৫ মিটার উচ্চতায় (প্রায় ৬৮১ ফুট) প্রবাহিত হচ্ছে।

চলতি বর্ষা মৌসুমে তুমুল বৃষ্টিপাতে ভারতের উত্তরাঞ্চলের জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন।

বুধবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দিল্লির উত্তরাঞ্চলে তলিয়ে আছে প্রধান সড়কগুলো। ব্যাপক ক্ষতিগ্রস্ত যাতায়াতব্যবস্থা। পূর্বের দিকে এগিয়ে চলছে পানি। ইতোমধ্যে যমুনা নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিচু অঞ্চলগুলোতে উদ্ধারকারী দলকে মোতায়েন করা হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, হাতিনি কুন্দ বাঁধ খুলে দেওয়ায় বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকে পানি কিছুটা কমতে শুরু করতে পারে।

বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। হরিয়ানার হাতিনিকুন্দ বাঁধ দিয়ে কিছু পানি বের করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। যাতে যমুনার পানির উচ্চতা আর না বাড়ে।

এর আগে ১৯৭৮ সালের বন্যার সময় যমুনার পানির স্তর বেড়ে হয়েছিল ২০৭ দশমিক ৪৯ মিটার। টানা বর্ষণের কারণে যমুনার পানির স্তর আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বন্যা নিয়ন্ত্রণ দপ্তর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম