ডোনাল্ড ট্রাম্প ২৪ ঘণ্টায় ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন না: জেলেনস্কি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ১০:০০ পিএম
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ক্ষমতা পেলে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দেওয়ার প্রতিশ্রুতির’ ব্যাপারে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন ইতোমধ্যে সেই সুযোগ পেয়েছিলেন। যুদ্ধের সমাপ্তি ঘটানো একটি ভালো উদ্যোগ। তবে ইচ্ছাটি বাস্তবসম্মত হওয়া উচিত।
ডোনাল্ড ট্রাম্প তার সময়ে ইতোমধ্যে একবার এই ২৪ ঘণ্টা পেয়েছিলেন উল্লেখ করে ইউক্রেনীয় নেতা জোর দিয়ে বলেন, পূর্ণমাত্রায় না হলেও (২০১২ সালে ক্রিমিয়া দখলের পর) আমরা তখন যুদ্ধে ছিলাম এবং আমি মনে করি (২০১৬ সালে ক্ষমতায় বসার পর) তার হাতে সেই সময়টি ছিল। তবে তার কাছে অবশ্যই অন্য কিছুর অগ্রাধিকার ছিল।
এদিন জেলেনস্কি বলেন, যদি আমরা ইউক্রেনের অঞ্চলগুলো ছেড়ে দিয়ে যুদ্ধ শেষ করার কথা বলি, তাহলে প্রেসিডেন্ট বাইডেন পাঁচ মিনিটের মধ্যে যুদ্ধ শেষ করতে পারেন। তবে আমরা এতে একমত হব না।