ভারিবর্ষণে পাকিস্তানজুড়ে বিদ্যুৎ বিভ্রাট
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৭:২৯ পিএম
বর্ষার মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। গত শুক্রবার ২৪ ঘণ্টায় মাত্র দশ থেকে বারো ঘণ্টা বিদ্যুৎ পেয়েছেন দেশটির গ্রাহকরা।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, বিদ্যুৎ বিভাগের তথ্যানুসারে পুরো দেশে বিদ্যুতের চাহিদা রয়েছে ২৭ হাজার ৫০০ মেগাওয়াট। সেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২০ হাজার ৭৯৫ মেগাওয়াট। প্রায় ৬ হাজার ৭০৫ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে, যা ভবিষ্যতে আরো বাড়তে পারে।
বিদ্যুৎ সংকটের কারণ হিসেবে লাহোর ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (এলইএসসিও) পক্ষ থেকে বলা হয়, ভারী বর্ষণের ফলে দেশের অধিকাংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপাদন ও সরবারহ ব্যহত হচ্ছে। ঝড় বৃষ্টির ফলে অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে যাচ্ছে। যার জন্য পুরো দেশে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।
শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।