Logo
Logo
×

আন্তর্জাতিক

ইমরান খানকে তুলোধুনো করলেন শাহবাজ শরীফ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৮:৩৫ পিএম

ইমরান খানকে তুলোধুনো করলেন শাহবাজ শরীফ

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রচারণা চালানোয় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তুলোধুনো করলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 

এক টুইটবার্তায় শাহবাজ শরীফ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই নেতার নিন্দা করেছেন। তিনি লিখেছেন, ইমরান খান সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের বিরুদ্ধে ঘৃণ্য, কুৎসিত ও বিদ্বেষপূর্ণ প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনী প্রধানকে হত্যার চেষ্টার হুমকি খুবই খারাপ হয়েছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আরও বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী মরিয়া হয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন। তিনি বলেন, পিটিআই প্রধান বুঝতে পারছেন না যে, ভয়ভীতি, সহিংসতা ও ঘৃণার রাজনীতির সময় শেষ হয়ে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের নিন্দনীয় কর্মকাণ্ডের মাধ্যমে তিনি কেবল নিজের খারাপ দিকগুলো উন্মোচিত করছেন। 

তিনি বলেন, পাকিস্তানের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সেনাবাহিনী প্রধান জেনারেল মুনির ও সশস্ত্র বাহিনীর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং পাকিস্তান সেনাবাহিনীর মর্যাদা, সম্মান ও অখণ্ডতা ক্ষুণ্ন করার যে কোনো প্রচেষ্টা ও ষড়যন্ত্র প্রতিহত করবে।

এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশে ও বিদেশে এ ধরনের বিদ্বেষমূলক প্রচারণায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। 

প্রসঙ্গত, গত ৯ মে ইমরান খানের গ্রেফতার ঘিরে সহিংসতায় উত্তাল হয়ে যায় গোটা পাকিস্তান। এদিন ইমরানের সমর্থকরা দেশটির সেনা সদরে হামলা চালায়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম