Logo
Logo
×

আন্তর্জাতিক

স্নেক আইল্যান্ডে জেলেনস্কি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ১০:২০ পিএম

স্নেক আইল্যান্ডে জেলেনস্কি

যুদ্ধের ৫০০তম দিন উপলক্ষ্যে শনিবার কৃষ্ণসাগরের স্নেক আইল্যান্ড পরিদর্শনে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

যুদ্ধের শুরুর দিকে কৃষ্ণসাগরে অবস্থিত দ্বীপটি দখল করে নিয়েছিল রুশ বাহিনী। তবে কিছুদিন পরই তা পুনর্দখল করতে সক্ষম হয় ইউক্রেনীয় সেনারা। এরপর থেকে অত্যন্ত সাহসিকতার সঙ্গে দ্বীপটি রক্ষা করে আসছেন তারা। 

শুক্রবার তুরস্ক সফরে যান জেলেনস্কি। রাজধানী আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর সেখান থেকে তিনি স্নেক আইল্যান্ডে যান বলে মনে করা হচ্ছে।

বিবিসির প্রতিবেদন মতে, শনিবার একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন জেলেনস্কি। তাতে স্নেক আইল্যান্ডকে ‘বিজয়ের ভূমি’ বলে অভিহিত করেন তিনি। বলেন, ‘আজ আমরা স্নেক আইল্যান্ডে আছি। এটি ইউক্রেনের এমন একটি দ্বীপ যা কখনই দখল করা যাবে না। কারণ ইউক্রেন হলো বীর ও সাহসীদের দেশ।’ 

ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার হাতে দখল হওয়া এলাকাগুলো একটু একটু করে ফিরিয়ে নেবে ইউক্রেন। স্নেক আইল্যান্ডই তারই প্রমাণ। তার কথায়, ‘বিজয়ের এই ভূমি থেকে আমি আমাদের প্রত্যেক সেনাকে ধন্যবাদ জানাতে চাই।’ 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম