একটি মাজারে হামলা চালানোর দায়ে দুজনের ফাঁসি কার্যকর করেছে ইরান। শনিবার সকালে প্রকাশ্যে তাদের ফাঁসি দেওয়া হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। তবে কোথায় ফাঁসি কার্যকর করা হয়েছে তা জানানো হয়নি।
২০২২ সালের ২৬ অক্টোবর ফারস প্রদেশের শাহ চেরাগ মাজারে হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানানো হয়, হামলায় ১৫ জন নিহত হয়েছেন। পরে কর্তৃপক্ষ জানায়, হামলায় ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন ৪০ জন। শাহ চেরাগ মাজার শিয়াদের একটি দরগাহ।
এ হামলার দায় স্বীকার করেছিল আইএসআইএস। এ ঘটনায় এবার মোহাম্মাদ রামেজ রাশিদি ও নাঈম হাশেম কাটালিকে ফাঁসি দেওয়া হলো।