Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে সংঘর্ষ, নিহত ৯

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০৩:৫২ পিএম

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে সংঘর্ষ, নিহত ৯

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে সংঘর্ষ, নিহত ৯। ছবি: ইন্ডিয়া টুডে

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অশ্চিয়তা ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পঞ্চায়েত ভোট। তিন ধাপের এই ভোটগ্রহণ শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়। রাজ্যজুড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অনেকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন তৃণমূল সদস্য। এ ছাড়া বিজেপি, বাম ও কংগ্রেসের একজন করে কর্মী এবং একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রয়েছেন।

ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এমন পরিস্থিতির জন্য ভোটের মাঠে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার অভিযোগ তুলেছে। 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভোটের সহিংসতায় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি অন্তত দুটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ধ্বংস করা হয়েছে।

এবার ২২ জেলা পরিষদে ৯২৮, পঞ্চায়েত সমিতিতে ৯ হাজার ৭৩০ এবং গ্রামপঞ্চায়েতে ৬৩ হাজার ২২৯ আসনে প্রতিনিধি নির্বাচনে রায় দিতে পারবেন প্রায় ৫ কোটি ৬৭ লাখ ভোটার।

খবরে বলা হয়েছে, ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ কেন্দ্রেই গণ্ডগোলের খবর পাওয়া যায়। পঞ্চায়েত ভোটকেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হলেও আহত ও মৃত্যুর খবর চিন্তায় ফেলে দিয়েছে প্রশাসনকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম