গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে পুলিশ অমান্যের মামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ১০:৩৪ পিএম
সুইডেনের জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে একটি জলবায়ু বিক্ষোভ চলাকালীন পুলিশকে অমান্যের অভিযোগ আনা হয়েছে। বুধবার সুইডেনের পাবলিক প্রসিকিউটর শার্লট ওটেসেন সিডসভেনস্কান গণমাধ্যমকে এ তথ্য জানান। অভিযোগের ভিত্তিতে সর্বোচ্চ ছয় মাসের জেলের সাজা পেতে পারেন থুনবার্গ। তবে ওটেসেন জানান, এ ধরনের অভিযোগে সাধারণত জরিমানা করা হয়।
আরও জানান, ১৯ জুন সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালমোতে একটি বিক্ষোভের জন্য ‘বিক্ষোভস্থল ছাড়তে পুলিশের আদেশ মানতে অস্বীকারের পর’ থুনবার্গের বিরুদ্ধে এই অভিযোগ আসে।
পরিবেশবাদী সংগঠন ‘তা টিলবাকা ফ্রামটিডেন’ দ্বারা সংঘটিত প্রতিবাদে যোগ দিয়েছিলেন থুনবার্গ। বিক্ষোভের সময় তারা জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রতিবাদে মালমো বন্দরে প্রবেশ ও প্রস্থানে বাধা দেওয়ার চেষ্টা করছিল। চলতি মাসের শেষে মালমো জেলা আদালতে অনুষ্ঠিত হবে।