আফ্রিকার ১২টি দেশে বিশ্বের প্রথম ম্যালেরিয়ার ভ্যাকসিন চালু
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ১০:০৫ পিএম
দীর্ঘ প্রতীক্ষার পর প্রাণঘাতী ম্যালেরিয়ার ভ্যাকসিন চালু করার অনুমোদন পেল আফ্রিকা। আগামী দুই বছরে ১২টি আফ্রিকান দেশে চালু করার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বুধবার অনুমোদনের পর ‘আরটিএসএস’ নামক ভ্যাকসিনটি সম্ভাব্য কয়েক হাজার জীবন বাঁচাতে পারে বলে জানানো হয়। গ্লোবাল ভ্যাকসিন এলায়েন্স গাভি, বিশ্ব সাস্থ সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের বিবৃতি অনুসারে, যেসব দেশে ম্যালেরিয়ায় অসুস্থ ঝুঁকি বেশি ও মৃত্যু ঝুঁকি বেশি সেসব দেশে ভ্যাকসিনের ১৮ মিলিয়নের প্রথম ডোজটি বরাদ্দ করা হয়েছে। ২০২৬ সালের মধ্যে ৬০ মিটার ডোজ প্রয়োজন।