জেনিন ছেড়েছে ইসরাইলি বাহিনী, পালটা হামলায় নিহত ১
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ১০:১৭ এএম
ছবি: সংগৃহীত
দখলকৃত পশ্চিমতীরের জেনিন শহরে টানা দুদিন সামরিক অভিযান চালানোর পর সেনা প্রত্যাহার করে নিচ্ছে দখলদার ইসরাইল। এর আগে দুদিনের অভিযানে এ পর্যন্ত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও ইসরাইলি বাহিনীকে পালটা জবাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জেনিনে ফিলিস্তিনের পালটা হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। খবর আলজাজিরার।
একই দিন বিকালে তেলআবিবের পিনচাস রোজেন স্ট্রিটের একটি শপিং সেন্টারের সামনে হামলায় অন্তত আট ইসরাইলি আহত হন। এদিকে দুজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা ইসরাইলি সেনাদের ফিরতি কনভয় দেখেছেন। দখলদার সেনারা সামরিক বাহিনীর গাড়িতে চড়ে জেনিন থেকে পর্যায়ক্রমে বেরিয়ে যাচ্ছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুদিনের এ সামরিক অভিযানে ১২ ফিলিস্তিনি ও একজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। জীবন বাঁচাতে জেনিনের শরণার্থী শিবির ছেড়েছেন তিন হাজারের বেশি ফিলিস্তিনি। ইসরাইলি সেনারা যদি ফিরে যান, তা হলে গত রোববার মধ্যরাতে পশ্চিমতীরের জেনিন শহরে শুরু হওয়া এ অভিযান শেষ হতে পারে। এটি ছিল কয়েক বছরের মধ্যে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর সবচেয়ে বড় হামলা ও অনুপ্রবেশ।