Logo
Logo
×

আন্তর্জাতিক

পারমাণবিক হামলা অসম্ভব কিছু নয়: সাবেক রুশ প্রেসিডেন্ট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৮:৫৭ পিএম

পারমাণবিক হামলা অসম্ভব কিছু নয়: সাবেক রুশ প্রেসিডেন্ট

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ দাবি করেছেন, পারমাণবিক হামলা অসম্ভব কিছু নয়। 

সোমবার সকালে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমি একটি বিষয় অনুমান করছি; যা অনেক রাজনীতিবিদের কাছে পছন্দ হবে না। 

তিনি বলেন, পারমাণবিক হামলা কেবল সম্ভবই নয়, বরং বেশ সম্ভাবনা আছে। মেদভেদেভের এমন দাবির পেছনে দুটি যুক্তি উল্লেখ করেছেন তিনি। প্রথমত, রাশিয়া এবং পশ্চিমা দুই পক্ষই পারমাণবিক শক্তিসম্পন্ন। আর বর্তমান বৈশ্বিক সংকটও এই দুই পক্ষের মধ্যে। তাই পারমাণবিক হামলার সম্ভাবনা অস্বীকার করা যাবে না। 

মেদভেদেভ বলেন, ক্যারিবিয়ান সংকটের চেয়েও বিশ্ব অনেক খারাপ সংঘাতের মধ্যে রয়েছে, কারণ আমাদের বিরোধীরা সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়াকে পরাজিত করার সিদ্ধান্ত নিয়েছে।

দ্বিতীয় কারণ হিসেবে মেদভেদেভ উল্লেখ করেন, পারমাণবিক অস্ত্রের ব্যবহারের বিষয়ে ট্যাবুর অভাব, যা আগেও ব্যবহার করা হয়েছে।

প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালের ৬ আগস্ট ও ৯ আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে লিটলবয় ও ফ্যাটম্যান নামক দুটি পারমাণবিক অস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল জাপান। এটিই ছিল পৃথিবীর বুকে সর্বপ্রথম ও সর্বশেষ পারমাণবিক অস্ত্রের ব্যবহার।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম