পোল্যান্ডের কাছে রুশ হকি খেলোয়াড়কে আটকের ব্যাখ্যা চেয়েছে রাশিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০৬:০১ পিএম
রাশিয়ার এক হকি খেলোয়াড়কে আটক করেছে পোল্যান্ড। এবার এর কারণ জানতে চেয়েছে রাশিয়া।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বরাত দিয়ে দেশটির রাষ্ট্র্রীয় বার্তা সংস্থা আরআইএ এ খবর দিয়েছে।
একটি পোলিশ ক্লাবে খেলার সময় রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তি করছিল পোল্যান্ডের ওই আইস হকি খেলোয়াড়। শুক্রবার এমন অভিযোগে তাকে আটক করেছে পোল্যান্ড।
সরকারি এক বিবৃতিতে পোল্যান্ড জানায়, আটককৃত ব্যক্তি একজন হকি খেলোয়াড় ও রুশ নাগরিক। ২০২১ সাল থেকে পোল্যান্ডে বাস করছেন তিনি। তিনি গুপ্তচরবৃত্তি করেছেন এবং এজন্য তাকে তিন মাসের জেল দেওয়া হয়েছে৷
রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির বিনিময়ে অর্থ পেতেন অভিযুক্ত ওই ব্যক্তি৷ অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের জেল হতে পারে ওই রুশ নাগরিকের।