Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়া থেকে বিচ্ছিন্ন মস্কো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ১০:৪৬ পিএম

রাশিয়া থেকে বিচ্ছিন্ন মস্কো

রাশিয়ার রাজধানী মস্কোর পথে এগোচ্ছে বিদ্রোহী ওয়াগনার বাহিনী। ইতোমধ্যে শহরটির মেয়র জানিয়েছেন, মস্কোর পরিস্থিতি কঠিন। 

নিরাপত্তার স্বার্থে আগামী এক সপ্তাহ বাড়ির বাইরে সব প্রকার কর্মসূচি স্থগিতের নির্দেশ দিয়েছেন মেয়র। সেইসঙ্গে সোমবার ছুটির দিন ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির। 

এদিকে রাজধানী মস্কোর আশপাশের শহরগুলো থেকে কাউকে শহরটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 

টেলিগ্রামে এক বার্তায় মস্কোর মেয়র সের্গেই সোব্যানিন বলেন, মস্কোতে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে। তাই অপ্রয়োজনে শহরের ভেতর ঘোরাফেরা না করার নির্দেশ দেওয়া হলো। 

বিদ্রোহ ঘোষণার পর মস্কোর অদূরবর্তী দুটি শহর ও একটি সেনা সদর দখলে নিয়েছে ওয়াগনার বাহিনী। ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন জানান, এসব অঞ্চল দখল করে কিছু নগদ অর্থও পেয়েছেন তারা।  

এদিকে রাশিয়ার এমন অবস্থা দেখে মস্কোর সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে প্রতিবেশী দেশ লাটভিয়া।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম