Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিমতীরে ইসরাইলের ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৩, ০২:৫৬ পিএম

পশ্চিমতীরে ইসরাইলের ড্রোন হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলের ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিমতীরের জেনিন শহরের কাছে তুরমুস আয়া গ্রামে ওই তিন ফিলিস্তিনিকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালান ইসরাইলি সেনারা। 

বুধবার ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাদের হত্যা করা হয়। ইসরাইল দাবি করেছে, ওই গাড়িতে সন্ত্রাসীরা ছিল। খবর আলজাজিরার।

জেনিন শহরের ডেপুটি গভর্নর আবু আল-রওব বলেন, ক্ষেপণাস্ত্র হামলার পর বিধ্বস্ত গাড়ি থেকে ছিন্ন-বিচ্ছিন্ন তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। 

তিনি জানান, ক্ষেপণাস্ত্র দিয়ে ওই গাড়িতে হামলা চালানো হয়। এ নিয়ে চলতি সপ্তাহে এক ডজনের বেশি ফিলিস্তিনি ইসরাইলি হামলায় নিহত হলেন। 

তিনি আরও জানান, এসব হত্যাকাণ্ডে ইসরাইলি সেনারা যেমন অংশ নিয়েছেন, তেমনি অংশ নিয়েছেন অবৈধ বসতি স্থাপনকারী সশস্ত্র ইহুদিরা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম