Logo
Logo
×

আন্তর্জাতিক

হুমকির মুখে সিন্ধু অধিবাসীদের জনজীবন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ০৯:৫১ পিএম

হুমকির মুখে সিন্ধু অধিবাসীদের জনজীবন

নিরাপত্তার অভাবে পাকিস্তানের সিন্ধু প্রদেশের অধিবাসীদের জনজীবন এখন হুমকির মুখে।  প্রতিদিনই প্রদেশের কোন না কোন স্থানে অপহরণ,  ডাকাতি, ধর্ষণের মত ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। এতে ওই অঞ্চলের লোকজন নিরাপত্তাহীনতায় দিন পার করছে। 

পাকিস্তানের আঞ্চলিক গণমাধ্যম পেহেঞ্জি আখবারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।  

প্রতিবেদনে সিকান্দার জি  সমরো বলেন, একদিকে সরকারের ফ্যাসিবাদী শাসনে মানুষজন যেমন অতিষ্ঠ অন্যদিকে ডাকাত, সন্ত্রাস, ধর্ষণ ও অপহরণ বৃদ্ধি পাওয়ায় মানুষের জীবন নরকে পরিণত হয়েছে। 

প্রতিবেদনে আরো বলা হয়, না পুলিশ না সরকার কেউই ডাকাত, সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। এতে সাধারণ মানুষ বিশেষ করে সংখ্যালঘুদের আশা-ভরসা শেষ হতে চলেছে।  

এদিকে সিন্ধু প্রদেশের সমসাময়িক ধর্ষণ, অপহরণ ডাকাতির মত ঘটনা বৃদ্ধি পাওয়ায় ন্যাশনাল মাইনোরেটি অ্যালাইয়েন্স অব পাকিস্তান এবং ভয়েস ফর জাস্টিস নামক দুটি সংগঠন সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

এতে সংগঠন দুটির নেতারা সিন্ধু প্রদেশের বিভিন্ন সমস্যা এবং ধর্ষণ ডাকাতি অপহরণের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে সরকার ও নিরাপত্তা বাহিনীর কঠোর সমালোচনা করেন। এবং অতিদ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম