Logo
Logo
×

আন্তর্জাতিক

বেলুচিস্তানে বাড়ছে কালো জ্বরের প্রকোপ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০২:৪৯ এএম

বেলুচিস্তানে বাড়ছে কালো জ্বরের প্রকোপ

সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কালো জ্বর মহামারির আকার ধারণ করেছে। অল্প কিছু দিনের মধ্যেই বেলুচিস্তানের কালাত জেলার প্রায় ৬০০ মানুষ এই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছে।

কালাত প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা ড. নাসরুল্লাহ বলেন, ঝড়ের গতিতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারের পক্ষ থেকে যে পরিমান সাহায্য আসছে তা মহামারি মোকাবিলায় যথেষ্ট নয়। এখনই যদি পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে অন্য প্রদেশেও এটি ছড়িয়ে যেতে পারে। খবর ইকোনমিক টাইমসের। 

এদিকে কালো জ্বর মহামারি মোকাবিলায় বেলুচিস্তানের স্বাস্থ্য খাতের বেহাল দশা বিভিন্ন অনুসন্ধানে প্রকাশ পেয়েছে।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানে এক হাজার ৬৬১টি হাসপাতালের মধ্যে ২৫৭টি শুধু খাতা কলমে রয়েছে, বাস্তবে এসবের কোনো অস্তিত্ব নেই। আবার এর মধ্যে ৬৫৬টি হাসপাতালে আংশিক সেবা প্রদান করছে, বাকিগুলো সেবাদানে পুরোপুরি অক্ষম। 
 

ইতোমধ্যে প্রাদেশিক সরকার মহামারি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের কাছে সাহায্যের আবেদন করেছে।
 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম