Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের ৩টি ড্রোন ধংসের দাবি রাশিয়ার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০৫:১৪ পিএম

ইউক্রেনের ৩টি ড্রোন ধংসের দাবি রাশিয়ার

রাশিয়ার ব্রয়ানস্ক অঞ্চলের একটি তেল শোধনাগারকে লক্ষ্য করে তিনটি ড্রোন হামলা করেছে ইউক্রেন। তবে এ ড্রোনগুলো ধংস করে দিয়েছে রাশিয়া। 

ব্রয়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেন, নোভোজিভকভ জেলার 'দ্রুজবা' তেল শোধনাগারে রাতারাতি ড্রোন হামলা করেছিল ইউক্রেন। তবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করেছে।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে পালটা আক্রমণে দক্ষিণাঞ্চলে সাফল্য পাচ্ছে ইউক্রেন। ইউক্রেনীয় সেনাবাহিনী বেশ কয়েকটি গ্রাম পুনরুদ্ধারের দাবির কথা জানিয়েছে।

পালটা আক্রমণের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বে রুশ সেনাদের সঙ্গে তুমুল প্রতিরোধের কথা জানিয়েছেন দেশটির প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, শত্রুদের হাত থেকে মুক্ত হওয়া ইউক্রেনের প্রতি মিটার ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিশ্চিত করেন, দেশটির কৌশলগত পারমাণবিক অস্ত্র ইতোমধ্যে বেলারুশে পৌঁছেছে। অস্ত্রের প্রথম চালান দেশটিতে মোতায়েন করা হয়েছে এবং এই অস্ত্র পশ্চিমাদের জন্য একটি সতর্কবার্তা। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গে আয়োজিত ইকোনমিক ফোরামে শুক্রবার বক্তৃতাকালে এসব কথা বলেন পুতিন।

তিনি বলেন, রাশিয়ার কৌশলগত পারমাণবিক ওয়ারহেড ইতোমধ্যে ঘনিষ্ঠ মিত্র বেলারুশের কাছে সরবরাহ করা হয়েছে। তবে তিনি জোর দিয়েছেন যে, রাশিয়ার আপাতত পারমাণবিক অস্ত্রের ওপর নির্ভর করার কোনো প্রয়োজন নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম