Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের নিরাপত্তায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে ন্যাটো 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ০৮:৪৪ পিএম

ইউক্রেনের নিরাপত্তায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে ন্যাটো 

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ না দেওয়ার আগপর্যন্ত ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে জোটটি। কয়েকজন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। 

জোটটিতে যোগ দেওয়ার জন্য অনেক দিন যাবৎ তৎপরতা চালাচ্ছে রাশিয়া। তবে ন্যাটো জানিয়েছে, রাশিয়ার সঙ্গে সংঘর্ষ চলা অবস্থায় এ জোটে যোগ দিতে পারবে না ইউক্রেন। 

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশটিকে সহায়তা করে আসছে ন্যাটো ও এর সদস্য রাষ্ট্রগুলো।  

গত বছর সেপ্টেম্বরে ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ জায়গা দখল করে নিয়েছে রাশিয়া। 

সম্প্রতি সেই অঞ্চল পুনরুদ্দারে জোরদার পালটা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। চলতি সপ্তাহে শুরু হওয়া এ হামলায় বেশ সফলতাও পাচ্ছে ইউক্রেন। রাশিয়ার দখলে থাকা বেশ কিছু এলাকাও নিজেদের দখলে নিয়েছে ইউক্রেন বাহিনী।

পালটা আক্রমণ করে রাশিয়ার দখল করা ১০০ বর্গকিলোমিটার ভূখণ্ডের দখল ফিরিয়ে নেওয়ার দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের ৬৮তম সপ্তাহে এ সাফল্যের কথা জানাল কিয়েভ।

ইউক্রেনের সামরিক বাহিনীর সাবেক প্রশিক্ষক কমান্ডার দিমেত্রিয়াস অ্যান্ড্রু গ্রাইমস জানিয়েছেন, পালটা আক্রমণ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম