Logo
Logo
×

আন্তর্জাতিক

তুর্কি ভাষায় টুইট করে যা বললেন আমিরাতি প্রেসিডেন্ট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৩, ১১:২৮ এএম

তুর্কি ভাষায় টুইট করে যা বললেন আমিরাতি প্রেসিডেন্ট

শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি: ইয়েনি শাফাক

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শনিবার ইস্তাম্বুলে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর পর তুর্কি ভাষায় টুইট করেছেন তিনি।

তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তুর্কি ভাষায় লিখেছেন, ‘আজ তুরস্কে আমার সফরের সময় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাথে দেখা করে আমি আনন্দিত হয়েছি।’

‘আমরা আমাদের দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার উপায় এবং সবার জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে উন্নীত করার উপায় নিয়ে আলোচনা করেছি,’ যোগ করেন আমিরাতি নেতা।

এর আগে ইস্তান্বুলে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন এরদোগান। আতাতুর্ক বিমানবন্দরে দুই নেতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়। তবে রুদ্ধদ্বার বৈঠকের আর কোনো তথ্য শেয়ার করা হয়নি।

প্রসঙ্গত, আল নাহিয়ান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখার জন্য তুরস্কে গিয়েছিলেন। গত ২৮ মে এরদোগান পুনর্নির্বাচিত হওয়ার পর যেসব বিশ্বনেতা তাকে অভিনন্দন জানিয়েছেন, তার মধ্যে অন্যতম এই আল নাহিয়ান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম