পানির নিচে টানা ১০০ দিন থেকে এবার আরেকটি নতুন বিশ্বরেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার অধ্যাপক ড. জোসেফ দিতুরি। ১ মার্চ থেকে ১০০ দিন পানির নিচে থাকার পর শুক্রবার প্রথমবারের মতো সূর্যের মুখ দেখলেন তিনি।
দ্য মেরিন রিসার্চ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ফ্লোরিডার কি লার্গো লেগুন সামুদ্রিক পার্কের ৩০ ফুট গভীরে একটি খুদে সাবমেরিনে ১০০ দিন অতিবাহিত করেন। ফক্স নিউজ, এবিসি।
ফ্লোরিডার ‘ড. ডিপ সি’ উপাধিতে খ্যাত ৫৬ বছর বয়সি এই অধ্যাপক ২০১৪ সালে ৭৩ দিন ২ ঘণ্টা ৩৪ মিনিট পানির নিচে থেকে বিশ্বরেকর্ড গড়েন। ৭৪ দিনের মাথায় গিনেস বুকে নাম ওঠে তার। নিজের সেই পুরোনো রেকর্ড এবার নিজেই ভাঙলেন ড. ডিপ।
মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা হিসাবে অবসর নেওয়া অধ্যাপক দিতুরি জানান, পানির নিচের নিঃসঙ্গ জীবনকে আবিষ্কারের কৌতূহল থেকেই এ উদ্যোগ নেন তিনি। পানির নিচের পরিবেশ সম্পর্কে মানুষের জ্ঞানকে আরও প্রসারিত করাই ছিল তার উদ্দেশ্য। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার চেষ্টাও করেন তিনি। আরও অবাক হওয়ার বিষয় হলো, সমুদ্রের নিচে থেকেও শিক্ষকতা চালিয়ে গেছেন তিনি। ১২টি ভিন্ন ভিন্ন দেশের হাজার হাজার শিক্ষার্থীর সঙ্গে অনলাইন ক্লাসে ছিলেন। এ সময় ৬০ জনেরও বেশি মানুষকে পানির নিচে থাকার জন্য উৎসাহিত করেছেন।