Logo
Logo
×

আন্তর্জাতিক

বাখমুতে অগ্রসর হওয়ার দাবি ইউক্রেনীয় সেনাদের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০৬:৪৬ পিএম

বাখমুতে অগ্রসর হওয়ার দাবি ইউক্রেনীয় সেনাদের

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরে বাখমুতে গত ২৪ ঘণ্টায় প্রায় ২০০ থেকে ১ হাজার ১০০ মিটারের মতো অগ্রসর হয়েছে কিয়েভের সেনারা। 
 
ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার টেলিগ্রাম বার্তায় এমন দাবি করেছেন বলে আল জাজিরা জানিয়েছে।  

তিনি বলেন, বাখমুত অভিমুখে আমাদের সেনারা এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। বাখমুতের বিভিন্ন স্থান থেকে গত ২৪ ঘণ্টায় প্রায় ২০০ থেকে ১ হাজার ১০০ মিটার অগ্রসর হয়েছে আমাদের সেনারা। শত্রুরা আত্মরক্ষার চেষ্টা করছে, দখলকৃত অবস্থান ধরে রাখার চেষ্টা করছে।

তবে সেখানে এখনও রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের কিছু যোদ্ধা উপস্থিত থেকে ‘লড়াই চালিয়ে যাচ্ছে’ বলে উল্লেখ করেছেন ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী।  

প্রায় ৯ মাসের রক্তপাতের মধ্যে দিয়ে কয়েক সপ্তাহ আগে ওয়াগনার ও রুশ সেনাদের নিয়ন্ত্রণে চলে যায় বাখমুত। কিন্তু অল্প কিছুদিনের মাথায় ফের অশান্ত হয়ে উঠেছে বাখমুতের আশপাশ। পশ্চিমাদের পাঠানো ভারী অস্ত্র নিয়ে আক্রমণ চালাচ্ছে জেলেনস্কির সেনারা।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ এফ-১৬ যুদ্ধবিমান পাবে তার দেশ।

কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেন, ‘তথ্য পেয়ে আমি খুব আনন্দিত, আমার একটি সুখের দিন। সাধারণত আমাদের একবারে এক বা দুটির (যুদ্ধবিমান) জন্য আলোচনা করতে হয়, কিন্তু এখন আমরা একটি উল্লেখযোগ্য অফার পেয়েছি।’

তিনি আরও বলেন, এই চুক্তির জন্য এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মতি প্রয়োজন, কারণ তারা এফ-১৬ তৈরি করে এবং এখনো কোনো বিবরণ বা সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম