Logo
Logo
×

আন্তর্জাতিক

রুশ বাহিনীর বিরুদ্ধে মাইন পুঁতে রাখার অভিযোগ ওয়াগনার প্রধানের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০২:৩৮ পিএম

রুশ বাহিনীর বিরুদ্ধে মাইন পুঁতে রাখার অভিযোগ ওয়াগনার প্রধানের

ছবি: সংগৃহীত

রাশিয়ান সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ওয়াগনার (ভাড়াটে) বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। তিনি বলেন, ওয়াগনার যোদ্ধাদের ক্ষতি করতে বাখমুত শহর থেকে ফেরার পথে রুশ সেনারা বিস্ফোরক পুঁতে রাখছেন। 

শুক্রবার তিনি এ অভিযোগ করেছেন। খবর আলজাজিরার।

ওয়াগনার ভাড়াটেরা কয়েক মাস রক্তক্ষয়ী লড়াই এবং বিপুল হতাহতের পর পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুত থেকে ফিরে গেছে। প্রিগোজিন জানান, ধ্বংস হওয়া শহরে ওয়াগনারের অবস্থান রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমার যোদ্ধারা বাখমুত থেকে ফেরার পথে এমন একডজন অবস্থান খুঁজে পেয়েছে, যেখানে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শত শত অ্যান্টি-ট্যাংক মাইনসহ বিভিন্ন বিস্ফোরক যন্ত্র স্থাপন করে রেখেছেন’।

ঊর্ধ্বতন রুশ কর্মকর্তাদের আদেশে এসব করা হয়েছে বলেও দাবি করেন প্রিগোজিন।

তিনি বলেন, ‘শত্রুদের (ইউক্রেনীয়দের) নিবৃত্ত করতে এগুলোর প্রয়োজন ছিল না। কারণ এলাকাটি অনেক পেছনের দিকের। তাই আমরা ধরে নিতে পারি বিস্ফোরকগুলো আমাদের জন্যই রাখা হয়েছে।’

এ ঘটনায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম