Logo
Logo
×

আন্তর্জাতিক

সেনেগালে বিরোধী নেতার জেল, বিক্ষোভে নিহত ৯

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৩, ০৮:৫২ পিএম

সেনেগালে বিরোধী নেতার জেল, বিক্ষোভে নিহত ৯

সেনেগালের বিরোধী নেতা ওসমানে সোনকোকে (৪৮) কারাদণ্ডের আদেশ দেওয়ার পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন।সোনকোর বিরুদ্ধে ধর্ষণসহ বেশ কয়েকটি মামলা ও যুবকদের ভুল পথে চালিত করার অভিযোগ ছিল। সবকটি অভিযোগ থেকে মুক্তি দিয়ে যুবকদের ভুল পথ দেখানোর অভিযোগে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ের ফলে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসাবে অযোগ্য হবেন সোনকো।

বৃহস্পতিবার আদালতের এ বিচারকার্য চলার সময় নিজ বাসভবনেই গৃহবন্দি ছিলেন সোনকো। রায়ের পরই রাজধানী ডাকারসহ সেনেগালের বড় বড় শহরগুলোতে বিক্ষোভ শুরু হয়। বাসে আগুন ধরানো হয়। দাঙ্গাবিরোধী পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। সোনকোর দল পিএএসটিইএফ অভিযোগ করে, এই রায় রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। 

শুক্রবার সকালে আরও বড় হয় বিক্ষোভ। সেই বিক্ষোভে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এতে ঘটনাস্থলেই নিহত হন ৯ জন। স্বরাষ্ট্রমন্ত্রী টেলিভিশনে বলেছেন, দুটি শহরে বিক্ষোভে ৯ জনের মৃত্যু হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম