Logo
Logo
×

আন্তর্জাতিক

ঐতিহাসিক রানঅফে ভোট দিচ্ছে তুরস্কের জনগণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ১২:৪৩ পিএম

ঐতিহাসিক রানঅফে ভোট দিচ্ছে তুরস্কের জনগণ

ঐতিহাসিক রানঅফে ভোট দিচ্ছে তুরস্কের জনগণ, প্রার্থী এরদোগান ও কিলিকদারোগ্লু। ছবি: টিআরটি ওয়ার্ল্ড

তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে রানঅফ বা দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচন। আজ রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত। 

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, এদিন সকাল থেকেই লাখ লাখ ভোটার লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ৬ কোটি ৪১ লাখের বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে ১ কোটি ৯২ লাখের বেশি প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশে স্থাপিত ভোটকেন্দ্রে তাদের ভোট দিয়েছেন।

খবরে বলা হয়েছে, গোটা তুরস্কে ভোটারদের জন্য মোট ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে।

রোববারের ভোটে ভোটাররা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, যিনি পুনঃনির্বাচিত হতে চাইছেন, এবং প্রধান বিরোধী প্রার্থী কামাল কিলিকদারোগ্লুর মধ্যে একজনকে নির্বাচন করবেন।

এর আগে গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট এবং দেশটির ৬০০ আসনবিশিষ্ট পার্লামেন্ট নির্বাচনে ভোট দেয় দেশটির জনগণ। এরদোগানের পিপলস অ্যালায়েন্স পার্লামেন্টে ছয় দলীয় বিরোধী জোটের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

কিন্তু ওই নির্বাচনে প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় রাউন্ডে গড়ায় নির্বাচন। যদিও বিরোধী জোটের প্রার্থী থেকে অনেকটা এগিয়ে ছিলেন এরদোগান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম