Logo
Logo
×

আন্তর্জাতিক

মাঝ আকাশে বিমানের দরজা খুলে ফেলা সেই যুবক গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ১০:৫৮ এএম

মাঝ আকাশে বিমানের দরজা খুলে ফেলা সেই যুবক গ্রেফতার

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খুলে ফেলা এক যাত্রীকে দক্ষিণ কোরিয়ায় বিমান অবতরণের পর গ্রেফতার করা হয়েছে।

খোলা দরজা নিয়েই ১৯৪ যাত্রীর বিমানটি শুক্রবার দক্ষিণ কোরিয়ার দায়েগু আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামতে সক্ষম হয়। খবর বিবিসির।

আসিয়ানা এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সকালে জাপানের জেজু দ্বীপপুঞ্জ থেকে রওনা দিয়েছিল। আটক ব্যক্তির নাম, তিনি কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জরুরি দরজা খুলে ফেলার ঘটনায় ওজেড৮১ ২৪ ফ্লাইটটির অনেক শ্বাসকষ্টজনিত জটিলতায় পড়েন, তাদের পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

যে যাত্রী আকাশে থাকা অবস্থাতেই বিমানের দরজা খুলে ফেলেছিল তার বয়স ৩০ এর ঘরে। বিমানটি দক্ষিণ কোরিয়ায় অবতরণের পর পরই তাকে গ্রেপ্তার করা হয়, বলেছে বার্তা সংস্থা ইয়োনহাপ।

স্থানীয় সময় দুপুর পৌনে ১টার দিকে বিমান দায়েগুতে নামে, তার কিছুক্ষণ আগে ওই যাত্রী বিমানের দরজাটি খোলেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানটির এক যাত্রীর পোস্ট করা ভিডিওতে বিমানের এক পাশে ফাঁকা অংশ এবং সিটে বসে থাকা যাত্রীদের দিকে বাতাস ধেয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে, জানিয়েছে আসিয়ানা এয়ারলাইন্স।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম