লাইভে এসে অতিরিক্ত অ্যালকোহল পান করে চীনা যুবকের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৩, ১১:১১ পিএম
চীনের টিকটক ভার্সন ডুইয়ো তে লাইভ করার সময় অতিরিক্ত অ্যালকোহলযুক্ত স্পিরিট 'বাইজু' পান করে মৃত্যু হলো চীনের এক যুবকের।
মঙ্গলবার লাইভ করার সময় প্রায় সাত বোতল 'বাইজু' পান করেন ওই যুবক। এর ১২ ঘণ্টা পর তাকে মৃত উদ্ধার করা হয়। খবর বিবিসির।
ওয়াং নামের ওই চীনা যুবকের বয়স ৩২ বছর। চীনা গণমাধ্যমগুলো বলছে, লাইভ চলাকালে একের পর এক 'বাইজু' পান করছিলেন তিনি। এতে অ্যালকোহলের পরিমাণ ৬০ শতাংশেরও বেশি।
মধ্যরাতে লাইভস্ট্রিমিং শেষ করে ঘুমিয়ে পড়েন ওয়াং। পরদিন বিকেলে তাকে মৃত উদ্ধার করে তার পরিবার।
ওয়াং এর মৃত্যুর এই ঘটনা ইতোমধ্যে চীনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।