দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন শাহবাজ শরিফ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৩, ০৩:০৪ পিএম
![দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন শাহবাজ শরিফ](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/05/20/image-676719-1684573437.jpg)
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিরুদ্ধে আশিয়ানা হাউজিং প্রকল্পে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব)।
শনিবার ন্যাব প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে এ আবাসন প্রকল্পের দুর্নীতি মামলা থেকে অব্যাহতি দিয়েছে। খবর জিওটিভির।
ন্যাব আরও জানিয়েছে, এ প্রকল্প থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা নেননি শাহবাজ শরিফ।
পাকিস্তানের এ দুর্নীতি দমন ব্যুরো আরও জানিয়েছে, তারা সন্দেহাতীতভাবে প্রমাণ পেয়েছেন যে, এ প্রকল্পের মাধ্যমে রাষ্ট্র কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি।
একই সঙ্গে এ মামলায় অভিযুক্ত সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আশফাক পারভেজ কিয়ানির ভাই কামরান কিয়ানিকে নির্দোষ বলে ঘোষণা দিয়েছে ন্যাব।