জীবনের শেষ প্রান্তে এসে সম্পূর্ণ নতুন এক উপলব্ধি প্রকাশ করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস (৬৭)। বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ারদের একজন।
যুক্তরাষ্ট্রের নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের এক বক্তৃতায় বেশ আক্ষেপ নিয়েই ছাত্রদের উদ্দেশে বললেন , ‘যখনই প্রয়োজন মনে হবে বিরতি নাও। আমার এই শিক্ষাটা পেতে যতদিন সময় লেগেছে, তোমাদের যেন এত দীর্ঘ সময় না লাগে।
নিজের সম্পর্কগুলোকে যত্ন করার জন্য, সফলতা উদযাপনের জন্য এবং ক্ষতি কাটিয়ে ওঠার জন্যও সময় নাও।’
বুধবার ইনসাইডারের খবরে শনিবার নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে সূচনা বক্তৃতায় গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি আরও বলেন, যখন আমি তোমাদের মতো বয়সে ছিলাম, তখন আমি অবকাশ যাপনে বিশ্বাস করতাম না। সপ্তাহান্তে ছুটি নেওয়াতে বিশ্বাস করতাম না।
আমি আমার আশেপাশের সবাইকে দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য উদ্বুদ্ধ করতাম। তারুণ্য পেরিয়ে বার্ধক্যে পা রাখার আগ পর্যন্ত আমি বুঝতেই পারিনি যে, কাজের বাইরেও মানুষের একটা জীবন রয়েছে। মাইক্রোসফট লঞ্চ করার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সেমিস্টারে থাকাবস্থায়ই বিশ্ববিদ্যালয় ছেড়ে আসেন বিল গেটস।
এনএইউ’র গ্র্যাজুয়েটদের তিনি বলেন, ‘কাজের গতি কিছুটা শিথিল করা অর্থ এই নয় যে আপনি অলস।’