Logo
Logo
×

আন্তর্জাতিক

কারাফটক থেকে ফের গ্রেফতার ইমরানের দলের নেতা শিরিন মাজারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০১:০০ পিএম

কারাফটক থেকে ফের গ্রেফতার ইমরানের দলের নেতা শিরিন মাজারি

ছবি: সংগৃহীত

হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হওয়ার পর আবারও গ্রেফতার হয়েছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা শিরিন মাজারি।

বুধবার মাজারির মেয়ে ইমান জয়নব মাজারি-হাজির দেশটির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর জিও টিভির।

তিনি বলেন, এই পিটিআই নেতা কারাগারের বাইরে থেকে গ্রেফতার হয়েছেন। শিরিন মাজারিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা আমাদের জানা নেই।

তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা শিরিন মাজারিকে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) নির্দেশে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক মিনিট পর পুনরায় গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া সিনেটর ফালাক নাজ, যিনি হাইকোর্টের আদেশে মুক্তি পেয়েছিলেন, তাকেও আবার গ্রেফতার করা হয়েছে।

মাজারি-হাজি এক টুইটে জানিয়েছেন, সিনেটর ফালাক নাজের পরিবার এবং আমি (এবং আমাদের আইনজীবী) আদিয়ালা কারাগারের বাইরে আমার মা এবং ফালাক নাজকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছিলাম। ইসলামাবাদ পুলিশ তাদের কারাগারের বাইরে থেকে গ্রেফতার করে। আমাদের কোনো ধারণা নেই। যেখানে তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ছাড়া পিটিআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও ফের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে আজ আইএইচসির বিচারপতি মিয়া গুল হাসান আওরঙ্গজেব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও) ধারা ৩-এর অধীনে মাজারির গ্রেফতারকে বেআইনি ঘোষণা করেন এবং তার মুক্তির আদেশ দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম